ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মিন্টু ঢাকা থেকে আটক

৩০ ডিসেম্বর, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ও ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহীদ।  

 

স্থানীয় আওয়ামী লীগ ও ফার্মগেট পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যদের সূত্রে জানা যায়, গত ৫  আগস্টের পর থেকে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় বাড়ি ভাড়া করে আত্মগোপনে ছিলেন।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রেখেছিল। খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে।

 

তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবে। 

 

ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা গুলিবর্ষণের ঘটনায় একাধিক মামলা হয়েছে। অজ্ঞাতকারণে কোনো মামলাতেই আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু নামীয় আসামি নন। কিন্তু তদন্তে মামলাগুলোতে মিন্টুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

 

তাকে তেজগাঁও থানা থেকে ঈশ্বরদী থানায় আনা হবে বলেও জানান তিনি। 



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ♦ বিএনপি লড়াই সংগ্রাম করে টিকে থাকা দল-হাবিবুর রহমান হাবিব ♦ ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন ♦ ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মিন্টু ঢাকা থেকে আটক ♦ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার ৪র্থ সম্মেলনের উদ্বোধন ♦ ঈশ্বরদীতে 'সুমাস টেক' কোম্পানির ফ্ল্যাগশিপের শুভ উদ্বোধন ♦ বিএনপি ক্ষমতায় গেলে আর মন্দির পাহারা দিতে হবে না--হাবিবুর রহমান হাবিব ♦ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা গঠন: সভাপতি সুমার খাঁন, সম্পাদক টোনা, সাংগঠনিক ফেরদৌস ♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম