মেগানিউজ রিপোর্টঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার ৪র্থ সম্মেলনের উদ্বোধন হয়েছে। ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানে আজ রবিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী ঈশ্বরদী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর জব্বার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি কাজী মারুফা।
সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার সভাপতি শাহিনা আকতার।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মন্জু চৌধুরী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধাক্ষ্য মোঃ ইসমাইল হোসেন, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু, সহ- সম্পাদক সেলিম সরদার, আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, নির্বাহী সদস্য ও মানবাধিকার কর্মী আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, পরিতোষ পাল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক জিন্নাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক অলোক কুমার মজুমদার।