বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা গঠন: সভাপতি সুমার খাঁন, সম্পাদক টোনা, সাংগঠনিক ফেরদৌস

২৫ ডিসেম্বর, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ “মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বদ্ধ পরিকর আমরা” এ স্লোগানে মানবসেবার মহান ব্রতকে সামনে রেখেই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখা কমিটি গঠন হয়েছে। এতে উক্ত সংগঠনে আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার সভাপতি, সৈকত আহমেদ টোনা সাধারণ সম্পাদক ও রেজাউল করিম ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা হয়। ১৯ জন বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খাঁন।

 

সভার সবার সম্মতিক্রমে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা কমিটি গঠন উক্ত সংগঠনে আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার সভাপতি, সৈকত আহমেদ টোনা সাধারণ সম্পাদক ও রেজাউল করিম ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি এ্যাডভোকেট আশরাফুর রহমান সুমন, ডাঃ মশিউর রহমান, সহসাধারণ সম্পাদক সরোয়ার মুনছুর খান, অফিস সম্পাদক পায়েল হোসেন রিন্টু, কোষাধ্যক্ষ গোলাম মওলা খান তসলিম, প্রচার সম্পাদক নাজমুল হাসান রকি, প্রবাসী বিষয়ক সম্পাদক শেখ বেলাল, কার্যনির্বাহী সদস্য আমান উল্লাহ্, তৌহিদ-উজ-জামান, ইফতেখার মাহমুদ, শরিফুল ইসলাম, রিফাজ বিশ্বাস লালন, উম্মে হাবিবা শিউলী, ফারহানা শারমিন শশী, আফজাল হোসেন।

 

এদিকে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের অভিজাত কাশমেরী রেস্তোঁরায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি ডাইরেক্টর অনশু আশিক পিয়াল।

 

পরিচিতি সভা শেষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র নেতৃবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথির সাথে ফটোসেশনে করেন।



  দেশজুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ♦ বিএনপি লড়াই সংগ্রাম করে টিকে থাকা দল-হাবিবুর রহমান হাবিব ♦ ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন ♦ ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মিন্টু ঢাকা থেকে আটক ♦ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঈশ্বরদী শাখার ৪র্থ সম্মেলনের উদ্বোধন ♦ ঈশ্বরদীতে 'সুমাস টেক' কোম্পানির ফ্ল্যাগশিপের শুভ উদ্বোধন ♦ বিএনপি ক্ষমতায় গেলে আর মন্দির পাহারা দিতে হবে না--হাবিবুর রহমান হাবিব ♦ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা গঠন: সভাপতি সুমার খাঁন, সম্পাদক টোনা, সাংগঠনিক ফেরদৌস ♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম