বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা গঠন: সভাপতি সুমার খাঁন, সম্পাদক টোনা, সাংগঠনিক ফেরদৌস

আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪

 

মেগানিউজ রিপোর্টঃ “মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বদ্ধ পরিকর আমরা” এ স্লোগানে মানবসেবার মহান ব্রতকে সামনে রেখেই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখা কমিটি গঠন হয়েছে। এতে উক্ত সংগঠনে আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার সভাপতি, সৈকত আহমেদ টোনা সাধারণ সম্পাদক ও রেজাউল করিম ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা হয়। ১৯ জন বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খাঁন।

 

সভার সবার সম্মতিক্রমে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা কমিটি গঠন উক্ত সংগঠনে আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার সভাপতি, সৈকত আহমেদ টোনা সাধারণ সম্পাদক ও রেজাউল করিম ফেরদৌসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি এ্যাডভোকেট আশরাফুর রহমান সুমন, ডাঃ মশিউর রহমান, সহসাধারণ সম্পাদক সরোয়ার মুনছুর খান, অফিস সম্পাদক পায়েল হোসেন রিন্টু, কোষাধ্যক্ষ গোলাম মওলা খান তসলিম, প্রচার সম্পাদক নাজমুল হাসান রকি, প্রবাসী বিষয়ক সম্পাদক শেখ বেলাল, কার্যনির্বাহী সদস্য আমান উল্লাহ্, তৌহিদ-উজ-জামান, ইফতেখার মাহমুদ, শরিফুল ইসলাম, রিফাজ বিশ্বাস লালন, উম্মে হাবিবা শিউলী, ফারহানা শারমিন শশী, আফজাল হোসেন।

 

এদিকে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের অভিজাত কাশমেরী রেস্তোঁরায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল ওমর খাঁন সুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারর্সন ও নির্বাহী প্রধান এডভোকেট এলিনা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি ডাইরেক্টর অনশু আশিক পিয়াল।

 

পরিচিতি সভা শেষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ঈশ্বরদী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র নেতৃবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথির সাথে ফটোসেশনে করেন।