যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

০৬ নভেম্বর, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

বুধবার (০৬ নভেম্বর) ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস এ অভিনন্দন জানান।

 

ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত।

 

ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো, আপনার দূরদর্শী নেতৃত্ব ও দর্শন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছে।

 

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

 

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে সম্পর্কের গভীরতা বেড়েছিল।

 

তিনি বলেন, ভবিষ্যতে আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু দুটি বন্ধুপ্রতীম দেশ একসঙ্গে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণ করছে, সেহেতু অসীম সম্ভাবনা রয়েছে।

 

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারত্ব ও সহযোগিতার জন্য উন্মুখ থাকবে।

 

তিনি বলেন, মহান জাতির নেতৃত্বের এ গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা নিন।



  জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ফজর৪:২৫
জোহর১২:০০
আসর৪:৪৫
মাগরিব৬:১৮
ইশা৭:৩০
সূর্যাস্ত : ৬:১৮সূর্যোদয় : ৫:৪২

শিরোনামঃ

♦ ৭ দফার দাবি মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা ♦ জুলাই অভ্যুত্থানের সেই বিপ্লবী দুখু মিয়া পেলেন নতুন অটো-রিকশা  ♦ ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত