পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের ২টি বাস দিলেন রাষ্ট্রপতি

০৩ জানুয়ারী, ২০২৪ | Mega News.com



মেগানিউজ রিপোর্টঃ ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি বাস উপহার দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন।

 

আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের কাছে বাস দুটি হস্তান্তর করা হয়।

 

কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মো. আরশাদ আদনান রনি।  

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহাবুব সরফরাজ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর শিবজিদ নাগ, পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুব হাসানসহ অনেকে।  

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বাসের চাবি হস্তান্তর করা হয়। কলেজের অধ্যক্ষ বাস দুটি পেয়ে রাষ্ট্রপতির প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে শিক্ষক ও অতিথিদের নিয়ে ফিতা কেটে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

ভারতের টাটা কোম্পানির ৩৭ আসনের আধুনিক বাস দুটি পেয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি এক সময় এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ছাত্র রাজনীতি করেছেন। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তিনি রাজনৈতিকভাবে বেড়ে ওঠেন।



  দেশজুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ফজর৪:২২
জোহর১১:৫৯
আসর৪:৪৫
মাগরিব৬:১৯
ইশা৭:৩২
সূর্যাস্ত : ৬:১৯সূর্যোদয় : ৫:৩৯

শিরোনামঃ

♦ ৭ দফার দাবি মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা ♦ জুলাই অভ্যুত্থানের সেই বিপ্লবী দুখু মিয়া পেলেন নতুন অটো-রিকশা  ♦ ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত