মেগানিউজ রিপোর্টঃ তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকাল সরদারের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে বর্তমান চেয়ারম্যান ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরের সমর্থক ও এলাকাবাসী। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সরাসরি নৌকা বিরোধী ও অশিক্ষিত চেয়ারম্যান এই অঞ্চলের মানুষ চান না দাবী তাদের।
আজ রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে ছিলিমপুর মোড় পাকশি-পাবনা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ৩ নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী ব্যাপারী,আওয়ামীলীগ নেতা দৌলত ফকির, বাবু ব্যাপারী, নারীনেত্রী আছিয়া খাতুন, সুফিয়া বেগম, হাসিনা বেগম, আম্বিয়া বেগম। এলাকাবাসী, সুজন ফরাজি, চপল মৃধা, ফয়সাল আহম্মেদ, রাজিব সরদার প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে উপজেলার সাহাপুর ইউনিয়ন একটি আধুনিক ইউনিয়ন হতে চলছে। দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রুপপুর পারমানবিক প্রকল্পের রাশিয়ান নাগরিকদের বসবাসের জন্য নির্মিত গ্রীণসিটি যেটা দিয়াড় সাহাপুর হওয়ার কারণে এলাকার দৃশ্যপট বদলে গেছে। বাংলাদেশের সাহাপুর একটি ইউনিয়নের তিলকপুর একটি গ্রাম। যে গ্রামটি দেশের ইতিহাসে প্রথম সিসি ক্যামেরার আওতায় গ্রাম। এই ইউনিয়নের জন্য শক্ত সামর্থ্য একজন জনপ্রতিনিধি প্রয়োজন। যে জনপ্রতিনিধি শুধু এলাকার উন্নয়ন না সবক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারবে, এই ইউনিয়নের অসম্পন্ন কাজগুলো শেষ করতে পারবে। কিন্তুু কোন বিবেচনা না করে একজন অশিক্ষিত কেন মনোনয়ন দেওয়া হলো। অনতিবিলম্বে প্রার্থীতা বাতিল করে পুনরায় প্রার্থী ঘোষনার দাবী করা হয়।