অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু ও ৮নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলা রোডস্থ জাকারিয়া এন্টার প্রাইজে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
পরে নবনির্বাচিত দুই কাউন্সিলরকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়।
ঈশ্বরদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ফজলুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজ্বী খায়রুল ইসলাম, বিএনপির প্রবীণ নেতা আলমগীর বিশ্বাস, পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ঠ সরকার, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনছার আলী, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাস আলী, বিএনপির নেতা রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর যুবদলের যুগ্ন সম্পাদক সাজেদুজ্জামান জিতু, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, যুগ্ন আহবায়ক আবু সাঈদ লিটন, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, কলেজ ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি মাহামুদুল হাসান শাওন প্রমূখ।