ঈশ্বরদীতে বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে হামলা

০৩ জানুয়ারী, ২০২১ | Mega News.com


 

অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে শহরের পূর্বটেংরি জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম নয়ন অভিযোগ করেন, রাত ১২টার দিকে আচমকা কয়েক যুবক তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। বাড়ির বাইরে থাকা বেশ কয়েকজন ছাত্রদল-যুবদলের কর্মীরা ধাওয়া দিলে তার কর্মীদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী নয়ন। শনিবার(০১ জানুয়ারি) ঈশ্বরদী থানা ও নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

তবে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপির অপর পক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। ঈশ্বরদী থানার ওসি সেখ নাসীর উদ্দীন বলেন, বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম নয়নের বাড়িতে হামলার ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।



  দেশজুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ ৭ দফার দাবি মানা না হলে কাফনের কাপড় পড়ে ঢাকার রাজপথ দখলের ঘোষণা ♦ জুলাই অভ্যুত্থানের সেই বিপ্লবী দুখু মিয়া পেলেন নতুন অটো-রিকশা  ♦ ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ♦ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ ♦ দ্বীন ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ ♦ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ♦ ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার পরিচিতি সভা ও শপথ গ্রহণ ♦ যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ♦ ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের শুভ আত্ম প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত