অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে শহরের পূর্বটেংরি জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম নয়ন অভিযোগ করেন, রাত ১২টার দিকে আচমকা কয়েক যুবক তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। বাড়ির বাইরে থাকা বেশ কয়েকজন ছাত্রদল-যুবদলের কর্মীরা ধাওয়া দিলে তার কর্মীদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী নয়ন। শনিবার(০১ জানুয়ারি) ঈশ্বরদী থানা ও নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।
তবে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপির অপর পক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। ঈশ্বরদী থানার ওসি সেখ নাসীর উদ্দীন বলেন, বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম নয়নের বাড়িতে হামলার ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।