বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখার প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থেকে দায়িত্ব পালন করলে সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। নীতি নৈতিকতা বিবর্জিত আদর্শহীন ছাত্র রাজনীতি দেশের ছাত্র সমাজের আস্থা হারাতে বসেছে। তাই ছাত্র সমাজকে অতীতের গৌরব উজ্জ্বল ভূমিকা দিকে ফিরে গিয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য ছাত্রসেনার কর্মীদের প্রতি আহ্বান জানান।
অদ্য ০৫ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম ফয়েজ নুরনাহার মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক। উদ্বোধক ছিলেন কুয়েইশ বুড়িশ্চর দরবারে নোমানিয়া সাজ্জাদানশীন মাওলানা লিয়াকত আলী নোমানী।
বিশেষ অতিথি ছিলেন সুন্নী জগৎ নির্বাহী সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, মহানগর দক্ষিণ যুবসেনা প্রচার ও প্রকাশনা সম্পাদক নাযিম উদ্দিন খান, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আবু তৈয়্যব চৌধুরী, প্রধান প্রশিক্ষক ছিলেন ছাত্রসেনা কেন্দ্রিয় সাবেক গ্রন্থনা প্রকাশনা সম্পাদক এস এম সাইফুল ইসলাম নেযামী।
প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। প্রস্তুতি কমিটির আহবায়ক আতাউল মোস্তফা জামশেদ সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী।
প্রস্তুতি কমিটি সদস্য সচিব আসিফুর রহমানের স ালনায় এতে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মঈন উদ্দিন মোর্শেদ, আমির হোসেন সোহেল, আব্দুল্লাহ আল ফারুক আবিদ, মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান সাব্বির, রায়হান উদ্দিন ফাহিম, মুহাম্মদ মিরাত হোসেন, হাফেজ রহমত উল্লাহ, হাফেজ নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা আরো বলেন রাসুল (দ:) এর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
# মুহাম্মদ মফিজুল ইসলাম