কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা 

১৬ ডিসেম্বর, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ও এর অঙ্গ সংগঠনের  আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সাহাপুর মন্ত্রী মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে আগে থেকে উপস্থিত হওয়া দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আলহাজ্ব মোড় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিনএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব। পরে শোভাযাত্রাটি পাবনা জেলা বিএনপির কর্মসূচিতে যোগ দেয়।

 

এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা থেকে খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হন। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন জনি, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি  রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারন সম্পাদক তানভীর হাসান সুমন ছাত্রদল নেতা ইমন, ইব্রাহিম হোসেনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।  



  রাজনীতি বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন