ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন 

০৮ ডিসেম্বর, ২০২৪ | Mega News.com



মেগানিউজ রিপোর্টঃ ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিল ও ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদীতে কৃষকদের  সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

 

আজ রোববার (০৮ ডিসেম্বর) বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বড় বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদের সমন্বয়ক ও জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক আলহাজ্ব শাহজাহান আলী বাদশা (পেঁপে বাদশা) ।

 

১৮ কোটি মানুষের তিন বেলা আহারের কৃষি উৎপাদন কাজে নিয়োজিত কৃষক। হতদরিদ্র অবলা ও স্বল্পশিক্ষিত প্রান্তিক, মাঝারি ও উচ্চ বৃত্ত সবাই নানা ভাবে ক্ষতিগ্রস্ত । কখনো বন্যা ,অতিবৃষ্টি অতি খরা, ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি, লবণাক্ততা, রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হয় এদেশের কৃষক । কৃষি উৎপাদনে ব্যবহৃত কূষি উপকরণ ক্রয়ে নানা বৈষম্যর শিকার এদেশের কৃষক ।

 

এ পরিস্থিতিতে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষি উপকরণ (সার, কীটনাশক,বীজ, বালাইনাশক, ও কৃষি যন্ত্রপাতি) সঠিক মূল্যে প্রাপ্তির নিশ্চয়তা । ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কৃষি ঋণ মওকুফ বিদ্যুৎ বিল না বানানো ডিজেলের মূল্য না বানানো, ৬০ ঊর্ধ্বে কৃষকদের পেনশন ব্যবস্থা চালুর ঘোষণার দাবি জানান কৃষকরা ।

 

সংবাদ সম্মেলনে কৃষকরা ১৩ দফা দাবী বাস্তবায়ন ও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবী জানান।

 

এ সময় জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ, জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ, আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব, আবু তালেব জোয়াদ্দার মৎস্য তালেব, বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ শহিদ সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল রহমান মুকুল, হাসিবুর রহমান বাঘা বিশ্বাস, শামসুল আলম ও আমিরুল ইসলামসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।



  দেশজুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন