মেগানিউজ রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছে ঈশ্বরদী পৌর বিএনপি, যু্বদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় পৌর বিএনপির নেতা এস এম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, বিষ্টু সরকার, আনোয়ার হোসেন জনি, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম দিপু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাহমুদ হাসান সোনামনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।