মেগানিউজ রিপোর্টঃ গতকাল মঙ্গলবার ছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। এদিন সন্ধ্যার পর ২ সন্তান- আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে কেট কাটেন এই নায়ক। পাশাপাশি দিনভর সিক্ত হন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা-ভালোবাসায়।
শাকিব খান কৃতজ্ঞতা প্রকাশ করে আজ বুধবার দুপুরে তার নিজের ফ্যানপেজে ভক্তদের পাঠানো ফুলসহ নানা উপহারের ছবি দিয়ে একটি পোস্টে লেখেন, 'সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। '
শাকিব খান আরও বলেন, 'গতকাল আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই। '
আসছে ঈদে মুক্তির কথা আছে শাকিব খান অভিনীত ২ সিনেমা- 'লিডার আমিই বাংলাদেশ' এবং 'আগুন'।