বন্যার্তদের পাশে আমরা ঈশ্বরদীবাসী নামে একটি মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

২৪ আগস্ট, ২০২৪ | Mega News.com


 

মেগানিউজ রিপোর্টঃ নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।  

 

ঈশ্বরদীর সকল শ্রেণী পেশার মানুষের অংগ্রহণে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আমরা ঈশ্বরদীবাসী নামের একটি মানবিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার (২৪ আগস্ট) বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী উপজেলা শাখার কার্যালয়ে এ সংগঠনের আত্ম প্রকাশ ঘটে।

 

ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বন্যার্তদের পাশে আমরা ঈশ্বরদীবাস ‘র প্রধান সমন্বয়ক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে অধ্যক্ষ আনজাম হোসেন ডন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.আসলাম  হোসেন, ঈশ্বরদী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল আলম রন্জু, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রকি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি’র নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সজিব প্রামানিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী শফিক খান, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বাচ্চু, বিপু, ইসলামী কমিউনিটি হাসপাতালের পরিচালক আজাদ খান, রুপসী বাংলা ডায়াগন্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল সরদার প্রমূখ।  

 

এ কমিটি’র নেতৃবৃন্দ প্রতিদিন সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ত্রাণ গ্রহণ করবেন। স্থান: ঈশ্বরদী মহিলা কলেজ।
 



  জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

নামাজের সময়সূচি

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩

শিরোনামঃ

♦ বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের / সম্পাদক ফজলুল হক নির্বাচিত ♦ ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব-- প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ♦ মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ♦ মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএনপির বর্ণিল শোভাযাত্রা ♦ কেন্দ্রীয় নেতা হাবিবের নেতৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা  ♦ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদীতে শহীদ বেদীতে বিএনপির শ্রদ্ধা ♦ ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ♦ স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ♦ সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম ♦ ঈশ্বরদীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন