গাজায় গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫


মেগানিউজ রিপোর্টঃ মজলুম গাঁজাবাসীদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর, নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঈশ্বরদী উপজেলা ও পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠন।  


আজ মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের বাবুপাড়া প্রয়াত খায়রুজ্জামান বাবু ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ১নং গেট গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন’, ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দেন।


বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী-আটঘরিয়ার জননন্দিত নেতা জাকারিয়া পিন্টু।


এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আজিজুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল সরদার, বিএনপি নেতা মোঃ নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, বিএনপির নেতা টুটুল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, পৌর সেচ্ছাসেবেক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন নিফা, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাহমুদ হাসান সোনামনি, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন, রেজাউল হক মুকুল প্রমূখ।  


জাকারিয়া পিন্টু বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্চিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পন্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোন বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পন্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।