‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগানে মুখর ঈশ্বরদীর রাজপথ

আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫

 

মেগানিউজ রিপোর্টঃ অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল ঈশ্বরদীর রাজপথ।  

 

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ০২টার সময় ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে সমবেত হয় মুসল্লিরা। বিক্ষোভে ধ্বনিত হচ্ছে, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’।  
 

বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনেকেই ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন। অনেকেই এনেছেন প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘গাজা মুক্ত করো’, ‘ফিলিস্তিন স্বাধীন করো’সহ একাধিক লেখা দেখা যায়। এ সময় তারা  ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

 

ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের নেতাদের উদাসীনতার প্রতি প্রশ্নও তোলে বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান।

 

এ সময় ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম মুফতি ওলিউল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালের মন্ডল, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রাব্বানী খাঁন জুবায়ের, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।