ঈশ্বরদীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০২ জানুয়ারী, ২০২৫

 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে বুধবার সকাল ৯:০০টার সময় নতুন রুপপুর ফুটবল মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দলীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বক্তারা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রদল গঠনের গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরেন।

 

বিকাল ৩:০০ টার সময় নতুন হাট গোল চত্ত্বর থেকে নেতৃবৃন্দ বর্নাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে গোল চত্ত্বর মোড় হয়ে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুপপুর ফুটবল মাঠে এসে শেষ করেন।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

 

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়েস সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

 

পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল রহমান সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, যুগ্ন-আহবায়ক হাসিবুল ইসলাম হাক্কে মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা তাঁতী দলের সভাপতি নাফিজ আহমেদ আরিফ, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবীর জেহাদ, সাবেক যুগ্ন-আহবায়ক বিকি আগরওয়ালা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়ের যুগ্ন আহবায়ক আউয়াল কবীর, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, ছাত্রনেতা ইব্রাহিম হোসেন, ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমন প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত ঘটে ছাত্রদলের প্রতিষ্ঠা বাষির্কীর অনুষ্ঠান।