ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন

আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৪

 

মেগানিউজ রিপোর্টঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের ডাকবাংলো প্রাঙ্গণ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে তারুণ্য মেলা, লোক ও কারুশিল্পী এবং পিঠা উৎসব এর পাঁচদিন ব্যাপী মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।

 

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এনামুল কবীর, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংবাদিক শহীদুল্লাহ খাঁন, আশরাফুল ইসলাম সবুজ, তরুণ উদ্যোক্তা শাহরিয়ার অমিত, জয়সহ  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও উদ্যোক্তারা।


এসময় সুবীর কুমার দাশ বলেন, এ পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে সবটাতেই মুখ্য ভুমিকায় ছিলো তরুণরা। আমরা তরুণদের নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। তারুণ্যের এই উৎসবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারুণ্য মেলা, লোক ও কারুশিল্পী এবং পিঠা উৎসবসহ দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈশ্বরদীর সবাইকে পরিবার-পরিজনসহ এই মেলায় আসার জন্য আহবান জানাচ্ছি।