ঈশ্বরদীতে 'সুমাস টেক' কোম্পানির ফ্ল্যাগশিপের শুভ উদ্বোধন

আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪

 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে 'সুমাস টেক' কোম্পানির ফ্ল্যাগশিপ চালু হয়েছে। গত শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ফিতা কেটে সুমাস টেক ফ্ল্যাগশিপ হটপয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

ঈশ্বরদী অঞ্চলের ফ্র্যাঞ্চাইজর মো. আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর আর বি গ্রুপ অব গ্রুপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম।

 

বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও হেড অব মার্কেটিং রাশেদ রাফি খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বিশিষ্ট সাংবাদিক ও আজকের পত্রিকার করসপন্ডেন্ট খোন্দকার মাহাবুবুল হক দুদু, সমকাল ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, পাবনা সদর উপজেলার প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ।  

 

উদ্বোধন শেষে কোম্পানির সিইও জানান, এখন থেকে ঈশ্বরদীসহ আশপাশের আগ্রহী ক্রেতাকে তাঁর পছন্দের জন্য উন্নতমানের ডিভাইস, গ্যাজেট বা আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে ঢাকায় যেতে হবে না। সুমাশ টেক থেকে তারা সহজেই চাহিদা অনুযায়ী ফ্ল্যাগশিপ ফোন গ্যাজেট, টিভি, ল্যাপটপ বিস্তৃত পরিসরে এই হটপয়েন্ট থেকে নিতে পারবেন।