মহান বিজয় দিবসে সাবেক মেয়র বাবলু সমর্থিত বিএনপি’র নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪


মেগানিউজ রিপোর্টঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র কারাবন্দি মকলেছুর রহমান বাবলু সমর্থিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

গত সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা যুবদলের অন্যতম সদস্য রানা আহমেদ শাহীনের নেতৃত্বে উপজেলার নারিচা-আড়পাড়ার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলহাজ্ব মোড়ে অবস্থিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

 

বিজয় র‌্যালি থেকে কারাগারে থাকা ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি রেজাউল করিম শাহীনসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ভাষা প্রাং, পৌর বিএনপি নেতা সিরাজুল ইসলাম ঝন্টু, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আওয়াল কবীর,  পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ন-আহবায়ক আসাদুর রহমান সজিব, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, পৌর যুবদলের সদস্য রাজীব ফরাজী, মিঠুন হাওলাদার, পৌর ছাত্রদল নেতা শিশির, উপজেলা যুবদলের অন্যতম নেতা আজিবর, কালাম হোসেন, রাজু হোসেন, পৌর যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেয়।