মেগানিউজ রিপোর্টঃ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরদী উপজেলা ও পৌরসহ তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র্যালী এবং ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বেদীতে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনপির ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শ্রমিক নেতা আহসান হাবীব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, শামসুদ্দোহা পিপ্পু, পৌর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আনছার আলী, রবিউল ইসলাম রবি, আবু সাঈদ লিটন, সাবেক কাউন্সিলর আবু জাহিদ উজ্জল, খোরশেদ আলম দিপু, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আক্তার হোসেন নিপা, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুল হাসান (ফুল জুয়েল), যুগ্ন-আহবায়ক রুমন হোসেন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা যুবদল নেতা মতিয়ার রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
এ নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।