ঈশ্বরদীতে নানা আয়োজনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪

 

মেগানিউজ রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আহসান হাবীব বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ রেলওয়ে দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই রেল সেক্টরে দলীয় দূর্নীতিবাজদের দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল। উন্নয়নের নামে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করা হয়েছে। এর প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীরাসহ দেশপ্রেমিক শ্রমিকরা তাদের বহুমুখী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। চরম বৈষম্য করা হয়েছে শ্রমিক নিয়োগ, পদন্নোতি, বদলী ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে। আর সাধারণ শ্রমিক কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আজ শনিবার  (১৪ ডিসেম্বর) সকাল ৮টার সময় লোকেসেড রেলওয়ে শ্রমিকদলের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

 

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজিঃ নং-বি১৭৬৫) শাখার উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সকাল ৮টার সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।  

 

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছবি মন্ডলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আতাউর রহমান পাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বিভাগীয় সমন্বয়ক শাহাবুদ্দিন আহমেদ, রওশন আলী শামীম, নুর সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার কার্যকরী সভাপতি জিয়া উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মইনুল হোসেন মুন্না, সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ ইউসুফ সাগর, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সেলিম বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, শ্রমিক নেতা নাসির উদ্দীন, ইসরাইল, রুবেল হোসেন, পাপ্পু মৃধা, আনোয়ার হোসেন, মাসুদ পারভেজ, গিয়াম উদ্দিন, রাশেদুল ইসলাম, ফয়সাল বাদশা, মিজানুর রহমান রনি, বালু ফারুক, আরিফুল হক চৌধুরী, শ্রমিক নেতা, সুলতান তৌফিক হাসান, জাকির হোসেন, রেজাউল করিম, নজরুল ইসলাম, রকি আনোয়ারুল ইসলাম, মোঃ পলাশ, আব্দুল জলিল প্রমূখ।