স্বপ্নদ্বীপ রিসোর্টে ৪ দিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪

 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীর সুনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টে চারদিন ব্যাপী উদ্যোক্তা মেলা'র উদ্বোধন করা হয়েছে। আজ  শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় খায়রুল গ্রুপ এর স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্যোক্তা মেলা'র উদ্বোধন করেন স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মান্না সরদার।

 

এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী বৈসম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক শহিদুল হাসান ববি সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ড, ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, ঈশ্বরদী ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ হাসান, সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাফিজুর রহমান মুকুল, আবুল কাশেমসহ উদ্যোক্তা, মিডিয়া ও গণমাধ্যমকর্মীগণ।

 

মেলায় নারীদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে ২৪টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রসাধনী, পোশাকসহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সজ্জিত করা হয়েছে।

 

এ ছাড়াও কারুপণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, অর্গানিক ফুডস, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।