সফল জননী জয়িতা পুরস্কার পেলেন ঈশ্বরদীর নুরজাহান ইসলাম

আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪

 

মেগানিউজ রিপোর্টঃ ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

 

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেবেকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ জামাল উদ্দীন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, মোঃ নাহারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে রোকেয়া দিবসে ১০জন নারী জয়িতা সম্মাননা পেয়েছেন। পাঁচ ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

 

পাবনা জেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচজন জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ঈশ্বরদী উপজেলার শেফালী বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে আটঘরিয়া উপজেলার মোছাঃ খালেদা খাতুন, সফল জননী নারী ঈশ্বরদী উপজেলার নুরজাহান ইসলাম, নির্যাতনের বিভীষিকা মুছে ফলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী পাবনা সদরের মোছাঃ সুফিয়া আক্তার ছবি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাবনা সদরের জিন্নাত আরা রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

 

পাবনা সদর উপজেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচজন জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাবনা সদরের শারমিন আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পাবনা সদরের সুরাইয়া সুলতানা, সফল জননী নারী পাবনা সদর বেগম রিজিয়া আজিজ, নির্যাতনের বিভীষিকা মুছে ফলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী পাবনা সদরের মোছাঃ সুফিয়া আক্তার ছবি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাবনা সদরের জিন্নাত আরা রহমানকে সম্মাননা প্রদান করা হয়।