ঈশ্বরদীতে ট্রাক-এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ-আহত ৪ 

আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪


মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদী পৌর এলাকার কাচারীপাড়া মোড়ে ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮ টায় ঝিনাইদহ থেকে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।


 
এতে ওই এ্যাম্বুলেন্সের থাকা রোগী ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার মুনসুর আলীর ছেলে আব্দুর রউফ (৫৩), আব্দুর রউফের স্ত্রী শিউলী বেগম (৪২), ছেলে রিজভী (১৯) এবং ড্রাইভার ইমরান (৩৫) গুরুতর আহত হয়।

 

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেলে তাদের স্থানান্তর করেন।

 

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর আমরা পেয়েছি। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাইভার ইমরানের অবস্থা বেশি গুরুতর। তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।