ঈশ্বরদী মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত 

আপডেট : ২২ অক্টোবর, ২০২৪

 


মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদী মহিলা কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের (এডহক কমিটির) পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কলেজের মিলনায়তন কক্ষে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।  

 

কলেজের অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় পরিচালনা পরিষদের সদস্য ( বিদ্যোৎসাহী)  আজমল হক সুজন, উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রশিদ সহ কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী, সাংবাদিক ও সূধিজনরা উপস্থিত ছিলেন।  

 

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদী মহিলা কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির  শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে দলমত নির্বিশেষে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত গরীব মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা ও নন এমপিও শিক্ষকদের বেতন ভাতা চালুর বিষয়ে গুরুত্বরোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নেরও আশ্বাস দেন তিনি।