লালপুরে পপুলার হস‌পিটাল এন্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌রের শুভ উদ্বোধন

আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩


মেগানিউজ রিপোর্টঃ লালপুরে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় স্বল্প খরচে আধুনিক স্বাস্থ্যসেবায় সেবায় নতুন এক অধ্যায়ের সূচনা করলো পপুলার হস‌পিটাল এন্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌র। হসপিটালটি ফিতা কেটে শুভ উদ্বোধন ক‌রে‌ছেন প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।  

 

আজ বুধবার (৪ অক্টোবর) বিকা‌লে দুয়ারিয়া ইউনিয়নে টিটিয়ার আবেদমোড়ে অবস্থিত মল্লিকপ্লাজায় এ উদ্বোধনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, পপুলার হস‌পিটাল এন্ড ডায়াগন‌স্টিক সেন্টা‌রের ব্যবস্থাপনা প‌রিচালক বাবুল হোসেন মল্লিক।  

 

এসময় প্রধান অতিথির বক্ত‌ব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল দেশের সব বেসরকারি হাসপাতালগুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। উদ্বোধন শেষে তিনি হসপিটালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরী, এক্স-রে আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্য়ার মানসম্মত ইউনিট গুলো পরিদর্শন শেষে এমপি বকুল বলেন, লালপুরের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো।  

 

প‌রিচালক বাবুল হোসেন মল্লিক বলেন, আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় এ অঞ্চলের রোগীরা উন্নত স্বাস্থ্য সেবা পাবেন। হাসপাতাল নিয়ে আমাদের বাণিজ্যিক চিন্তা ভাবনা নাই। সব শ্রেণীর মানুষকে স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর।

 

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদিউর রহমান বদর, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসলাম হোসেন, নুরুল ইসলাম লাভলু, আওয়ামীলীগ  নেতা কুদরত এ খুদা পনির, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ।

 

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াত ও দোয়া করেন মুফতি আলহাজ্ব সামসুল আলম।