রুচি দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ-২০২৩: ঈশ্বরদী ফুটবল একাডেমীর প্রথম জয়

আপডেট : ২৭ জুলাই, ২০২৩


মেগানিউজ রিপোর্টঃ পাবনায় রুচি দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ-২০২৩ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাটি মাঠে গড়ায় আজ বৃহস্পতিবার(২৭ জুলাই) ৪:৩০ মিনিটে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে।

 

এতে ঈশ্বরদী ফুটবল একাডেমী ৪-২ গোলে সুনীল ফুটবল ক্লাবকে পরাজিত করেন।

 

রুচি ২য় বিভাগ লীগের ঈশ্বরদী উপজেলার পক্ষে সার্বিক তত্ত্বাবধায়ন ও ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ফুটবলার ও ঈশ্বরদী ফুটবল একাডেমীর প্রতিষ্ঠা আতিকুর রহমান তারা।

 

সার্বিক সহযোগিতায় ঈশ্বরদী ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম মামুন।

 

এর আগে উদ্বোধনী খেলায় পাবনা সদরের পাইরেটস এফসি ক্লাব ৪-০ গোলে ঈশ্বরদী ফুটবল একাডেমীকে পরাজিত করে শুভ সুচনা করে। এবারের ফুটবল লিগে পাবনা সদর উপজেলাসহ অন্যান্য উপজেলা থেকে ২৯টি ফুটবল ক্লাব অংশগ্রহণ করছে। ৮টি গ্রুপে মোট ৫৪টি খেলা অনুষ্ঠত হবে।

 

পাবনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ফুটবল লিগের পৃষ্ঠপোষকতা করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফুড আ্যাড বেভারেজ লিমিটেড। গত ১৭ জুলাই শহিদ  ফুটবল লিগ উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক।