মেগানিউজ রিপোর্টঃ আইবিসিসিআইর (IBCCI) সভাপতি, বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকক্সারার্স এসোসিয়েশনের (বামা) সভাপতি, এফবিসিসিআইর সাবেক সভাপতি, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান কর বাহাদুর আবদুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই ব্যাপক বিনিয়েগ হয়েছে । ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের অবকাঠামো, শিল্প-কারখানা, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগ করার আহ্বাবান জানিয়ে তিনি বলেন, ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো, প্রকল্প, শিল্পকারখানা, জ্বালানি এবং পরিবহন খাতে সম্ভাব্য বিনিয়োগ বিবেচনা করতে পারেন। ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কম সময়ে, সাশ্রয়ী ব্যয় এবং স্বল্প সম্পদে উৎপাদিত পণ্যের বিক্রয়ের নিশ্চয়তাসহ বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে এই অঞ্চলের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে, যেখানে বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা নীতি এবং ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ার সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ব্যবসা বানিজ্য প্রসারে এগিয়ে আসবেন । তিনি বলেন, এই বিষয়ে বাংলাদেশ-ভারত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্টীজ ভারতীয় ব্যবসায়ীদের সহযোগীতার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে ।
৩ এপ্রিল ভারত চেম্বার অফ কমার্স কোলকাতা” আয়েজিত এক নৈশভোজে মাতলুব আহমাদ এ কথা বলেন। ৪ এপ্রিল নাগাল্যন্ডের কোহিমায় বি-২০ সম্মেলনে যাত্রাপথে তিনি তার সফরসঙ্গী ব্যবসায়ীদের নিয়ে এই নৈশভোজে অংশগ্রহন করেন।
ভারত চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী নরেশ পসিয়ার Naresh pachisia সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বিদ্যমান ডলার সংকটে ব্যবসা প্রসারে বিশেষ করে আমদানী রপ্তানীতে সমস্যা চলছে । ডলারের পরিবর্তে ভারতীয় রুপি দিয়ে এলসি খোলতে পারলে এই সমস্যা আপতত নিরসন হবে।
জবাবে আবদুল মাতলুব আহমাদ বলেন, এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কাজ করছি। সরকারও দ্রুত এই বিষয়ে সিদ্দান্ত নিয়ে এস আরও জারিকরার চুড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে ।
অনুষ্ঠানে ভারত চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী নরেশ পসিয়াকে আইবিসিসিআইর সভাপতি মাতলুব আহমাদকে ক্রেষ্ট দিয়ে সম্মমনা জানান । একই দিকে শ্রী নরেশ পসিয়াকে আইবিসিসিআইর ক্রেষ্ট দিয়ে মাতলুব আহমাদ সম্মমনা জানান । অত্যান্ত আন্তরিক পরিবেশে দুই দেশের ব্যবসায়ীরা মতবিনিময় করেন। পরে নৈশভোজে মিলিত হন।