ঈশ্বরদী ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে ৫৫ কোটি টাকা বিনিয়োগ

আপডেট : ১৬ নভেম্বর, ২০২২

 

মেগানিউজ রিপোর্টঃ পোশাক কারখানা স্থাপনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে বাংলাদেশি কোম্পানি রয়েল সুয়িং লিমিটেড। কোম্পানিটি এ জন্য ৫৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫৫ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে।

 

রয়েল সুয়িং লিমিটেড বছরে ২৭ লাখ বিভিন্ন ধরনের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, বালিশ, কম্বল ও কুশন উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ৭০ জন বাংলাদেশি নাগরিকের।

 

মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও রয়েল সুয়িংয়ের চেয়ারম্যান কবির আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানুসহ বেপজা ও রয়েল সুয়িং লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ঈশ্বরদী ইপিজেডে তাঁবু ও স্লিপিং ব্যাগ তৈরির কারখানা স্থাপনে বিনিয়োগ চুক্তি করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান কিনডা আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এ জন্য ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১২০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

 

কিনডা আউটডোর বছরে ২০ লাখ পিস তাঁবু, বিভিন্ন ধরনের ব্যাগ, মশারি, ফোল্ডিং চেয়ার ও ছাতা উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ২ হাজার ৯৭৩ জন বাংলাদেশির। প্রায় ৩০৯ একরের ঈশ্বরদী ইপিজেডে বর্তমানে ৩২৪টি শিল্পকারখানা কার্যক্রম চালাচ্ছে।