লালপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী’র মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২


ইউসুফ হোসাইন (লালপুর প্রতিনিধিঃ)ঃ পাবনার গাছপাড়া এলাকায় আজ দুপুরে স্বামীর মোটরসাইল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দোলা খাতুন (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

 

প্রত্যক্ষদর্শীদেও সুত্রে জানা যায়, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামের মিজানুর রহমান (৩৫) তার স্ত্রী দোলা খাতুনকে নিয়ে মোটরসাইকেল যোগে পাবনা জেনারেল হাসপাতালে অসুস্থ বোনকে দেখার জন্য গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২ টার দিকে পাবনা মহাসড়কের গাছপাড়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে স্ত্রী দোলা খাতুন ছিটকে পড়ে যায়। ওই মুহুর্তে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যান।  

 

পরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অতপর তাকে পরিবার বর্গের নিকট হস্তান্তর করা হয়। দা হাস্যোজ্বল ও সকলের প্রিয় গৃহবধূ দোলার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।