মেগানিউজ রিপোর্টঃ পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। গতকাল বুধবার রাত থেকে তাঁরা এই কর্মবিরতি পালন শুরু করেন। এতে হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন।
পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা।
জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীর জানিয়েছেন, বৈশ্বিক সমস্যা ও লোডশেডিং কারণে পরিমাণমতো পানি সরবরাহ করতে সমস্যা হচ্ছে। তবে, পানি সরবরাহ নিশ্চিতে কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।