পাবনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই, ২০২২

 

মেগানিউজ রিপোর্টঃ পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর এক নারী। আজ রোববার বিকেলে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়িয়া বিলে এ ঘটনা ঘটে।

 

এ দুই কৃষক হলেন কচুগাড়ি পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও রেজাউল ইসলাম (৩৬)। আহত নারী হলেন লতা খাতুন (৩০)।

 

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সাইফুল, রেজাউল ও লতা বিলের একটি জমিতে পাট কাটছিলেন। বেলা তিনটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তাঁরা বৃষ্টি উপেক্ষা করে পাট কাটতে থাকেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। মৃত দুজনের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।