দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৩ জুন, ২০২২

 

মেগানিউজ রিপোর্টঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঈশ্বরদী উপজেলা বিএনপি।

 

আজ সোমবার(১৩ জুন) বিকেলে দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে দাশুড়িয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক পথ সভায় মিলিত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস‍্য সচিব আজমল হোসেন সুজন, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাক্কে মন্ডল, যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি ও আহবায়ক দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি আব্দুস সামাদ সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস‍্য সচিব রকিবুল ইসলাম রকি, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, বিগত ঈশ্বরদী পৌরসভা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

 

সরকারের সমালোচনা করে বক্তরা বলেন, দ্রুত সময়ের মধ‍্যে বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা ব‍্যবস্থার জন‍্য। নিত‍্য পন‍্যের দাম ক্রয় ক্ষমতার মাঝে আনার দাবি জানান।

 

বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সদস‍্য সচিব রজব আলী সরদার, যুগ্ন আহবায়ক মহিদুল ইসলাম, নাজমুল হাসান মুকুল, মনারুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোরতুজা ইয়াহিয়া খান,  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এড. জিয়াউর রহমান মনিরুল, তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলের আশরাফুল ইসলাম, ঈশ্বরদী কলেজ ছাত্রদলের মেহেদী হাসান নিশান, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস‍্য সচিব বিপুল হোসেন মোল্লা, সলিমপুর ইউনয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আলম প্রাং, কৃষকদলের সভাপতি ময়নুল ইসলাম সরদার, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের জহুরুল, নাছিম, শহিদ মন্ডল, খলিল, কামাল হোসেন, ওসমান, ইমদাদ মোকার্মরম, ছাত্রদল নেতা মেরিদুল ইসলাম, জীবন, আকাশ খন্দকার,  উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।