মেগানিউজ রিপোর্টঃ অপহরণের তিন ঘন্টা পর ঈশ্বরদী উপজেলায় অপহৃত সুলতান মাহামুদ সন্টু নামে এক ব্যাক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ সোমবার (২৮ ফ্রেব্রুয়ারি) আনুমানিক রাত ৮টার সময় উপজেলার লক্ষিকুন্ডার চর এলাকার থেকে অপহৃত সুলতান মাহামুদ সন্টুকে উদ্ধার করে পুলিশ। তবে অপহরণকারি কাউকে গ্রেফতার করতে পারেনি । এর আগে ওইদিন বিকাল ৫ টায় লক্ষিকুন্ডার চরগড়গড়ি আলহাজ্ব মোড় হাটের ওপর হইতে হাট ইজারা এবং পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক মারধর করে মাথায় পিস্তল ঠেকিয়ে সুলতান মাহামুদ সন্টুকে অপহরণ করেছে বলে পরিবারের দাবি।
এঘটনায় অপহৃত সুলতান মাহামুদ সন্টুর ছেলে মোঃ সিয়াম হোসেন ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার এসআই সুজন সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত সুলতান মাহামুদ সন্টুকে লক্ষিকুন্ডার চর এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি এখন ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।