ঈশ্বরদীর সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় পলাতক

আপডেট : ১৮ নভেম্বর, ২০২১

 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের ফিরোজ আহমেদ নামে ৯ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় পলাতক রয়েছে। সে বক্তারপুর গ্রামের আব্দুল মান্নান বিশ্বাস মান্ন ‘র ছেলে।  

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফিরোজ আহমেদ গ্রামের অনেক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি বাংলাদেশে পাওয়াদারদের ভয়ে আসেন না বলে ভুক্তভোগীরা জানান। তারা বলেন, একজন জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামী কি করে আইনের চোখ ফাঁকি দিযে বিদেশে গেলেন। এটা আইন-শৃঙ্খলা বাহিনির কাছে প্রশ্ন। এমন সাজাপ্রাপ্ত আসামী কি করে  দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকছেন। আমরা পলাতক সাজাপ্রাপ্ত আসামী ফিরোজ আহমেদকে দেশের প্রচলিত আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবী প্রদানের জন্য সরকার ও সংশ্লিষ্টদের কাছে আহবান জানাচ্ছি।

 

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, ফিরোজ ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একটি মাদক মামলায় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। তিনি এ মাদক মামলায় জামিনে ছিলেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, পরে বিদেশে পালিয়ে যায়। বর্তমানে ফিরোজ মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন।

 

উল্লেখ্য, ফিরোজ আহমেদকে প্রায় ১০ বছর আগে সলিমপুর বোর্ড অফিস মোড় থেকে পাবনার র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ গ্রেফতার করে। এই ফিরোজ আহমেদ পাবনা জেলার প্রথম ইয়াবা মামলার আসামী।