বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন সঞ্জু খান, জানাজায় মানুষের ঢল

আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১

 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদী উপজেলার পাকশি বাঘইল গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পপতি, ঈশ্বরদী-আটঘরিয়াসহ পুরো পাবনা জেলা বিএনপির অন্যতম নেতা ও পাকশী রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আকরাম আলী খান সঞ্জু। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ যোহর পাকশি ইউনিয়নের বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আকরাম আলী খান সঞ্জুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী-আটঘরিয়া, পাবনা, নাটোর, কুষ্টিয়াসহ পুরো জেলা থেকে আগত হাজার হাজার জনতা অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন প্রিয় এই নেতাকে।

 

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবীব, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের রহমান, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, জেলা জামায়াতের আমীর আবু তালের মন্ডল, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, পাবনা জেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, পাবনা সদর থানা বিএনপির সভাপতি মাহামুদুন্নবী স্বপন, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম মুসা, এডভোকেট মাসুদ খন্দকার, বিএনপির নেতা জিয়াউর রহমান সন্টু সরদার, আলহাজ্ব খায়রুল ইসলাম, এস এম ফজলুর রহমান, বিষ্ট সরকার, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, আরোজ আলী, আজমল হোসেন সুজন, হাসিবুর রহমান হাক্কে মন্ডল,পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু ওবায়দা শেখ তুহিন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুইট,উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, যুবদল নেতা একেএম সাজেদুজ্জামান জিতু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল, যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কল্লোল, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, তানভীর হাসান সুমন প্রমূখ।  

 

এছাড়াও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বিশিষ্ট বিজ্ঞানী ড’কুয়াশা মাহমুদ, পাকশি ইউনিয়র আওয়ামলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু, পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, পাকশি ডিগ্রী কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আফম রাজিবুল আলম ইভান, সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান বীরু, শ্রমিক নেতা সাজেদুল ইসলাম শাহীন, সাংবাদিক শহীদুল হাসান ববি সরদার, দৈনিক উন্নয়নের কথার সম্পাদক সহকারী অধ্যাপক আবুল হাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ড, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, অবসরপ্রাপ্ত নিবার্হী প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, প্রকৌশলী আলমগীরুল নিউটন, কলাম লেখক মনা বিশ্বাস, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস,  সাংবাদিক এম এ কাদের, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, পদ্মার খবরের সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, জিল্লুর রহমান জীবন, শহীদুল্লাহ খান, ওহিদুর রহমান সোহেলসহ অসংখ্য মুসল্লী নামাজের জানাযায় অংশ নেন।

 

আকরাম আলী খান সঞ্জু বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট শিল্পপতি ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের মরহুম ওয়াহেদ আলী খান এর চতুর্থ সন্তান। ডেঙ্গিতে আক্রান্ত হলে গত ২১ সেপ্টেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার দিবাগত রাত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও ভাইসহ অসংখ্য আত্ম-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

এদিকে জানাযা নামাজ পূর্বে আকরাম আলী খান সঞ্জুর কফিনে দলের পক্ষ থেকে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর একে একে তাঁর কফিনে পুস্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় বিএনপি, পাবনা জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, পাবনা জেলা ছাত্রদল, ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল, পাবনা জেলা যুবদল, ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল, পাবনা জেলা সেচ্ছাসেবক দল, ঈশ্বরদী উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দল। এছাড়া  বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।  

 

এছাড়া ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব, আইডিইবি, ধানসিঁড়িসহ পাকশীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকরাম আলী খান সঞ্জুর কফিনে পুস্পমাল্য অর্পণ করেন।