ঈশ্বরদীতে নিজ বাড়ির সামনে ছিনতাইকারীর কবলে মা-মেয়ে

আপডেট : ০৪ জুন, ২০২১

 

মেগানিউজ রিপোর্টঃ ঈশ্বরদীতে নিজ বাড়ির সামনে ছিনতাইয়ের কবলে পড়েছেন মা ও মেয়ে। এ সময় ছিনতাইকারীরা সোনার চেন নিয়ে গেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী শহরের স্কুলপাড়া কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশনে সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া মা-মেয়ে বাবুপাড়া কামানী হাসপাতাল রোড এলাকার বাসিন্দা একেএম গোলাম হাক্কানীর স্ত্রী নাজমুন নাহার (৫৫) ও তাঁর মেয়ে ফারহা দিবা (২৬)।

এদিকে ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের সময়ের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, তিন যুবক মোটরসাইকেলে করে এসে একটি রিক্সার গতিরোধ করে। তারপর এক যুবক রিকশায় থাকা দুই নারীকে নিচে নামিয়ে ব্যাগ টানাটানি করছে। এ সময় নারীর গলায় থাকা চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নাজমুন নাহার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঈশ্বরদী বাজার থেকে ব্যাটারি চালিত রিক্সায় করে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথে কামানী হাসপাতাল রোড এলাকায় পৌঁছালে রিক্সা থামিয়ে এক যুবক তাঁর ও মেয়ের গলায় থাকা স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদুজ্জামান আসাদ বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে  শুক্রবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

এবিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির জানান, ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে মাঠে কাজ শুরু করছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।