বৃক্ষরোপণের রাউজান সেরা, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই, ২০১৮
বৃক্ষরোপণের রাউজান সেরা, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী

 

 

রাউজানের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে ১ ঘণ্টায় চার লাখ ৮৫ হাজার ৫৪০টি বৃক্ষরোপণ করা হয়ছে। রাউজানকে সারা দেশের মধ্যে বৃক্ষরোপণের শ্রেষ্ঠত্বের জন্য স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তা ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির হাতে এ পদক ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী।

 

এদিকে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য প্রধানমন্ত্রীর হাত থেকে তৃতীয়বারের মতো পদক গ্রহণ করেন।

 

উল্লেখ্য, রাউজানকে পিংক, ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের অংশ হিসেবে রাউজানে এক ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০টি ফলদ গাছের চারা রোপণ করে শুধু দেশে নয় বিশ্বের বুকে একটি অনন্য নজির স্থাপন করে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।