বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগের যাত্রা শুরু

আপডেট : ২৯ জুলাই, ২০২০
...

বঙ্গবন্ধুর আদর্শ আর সজীব ওয়াজেদ জয়কে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির বিরুদ্ধে অপঃপ্রচার ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা।

কেন্দ্রীয় কমিটির শীর্ষ স্থানীয় নেতা নাঈম বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব আব্দুল মুত্তালিব উজ্জ্বল, জনাব হাজী মো. তাহের। প্রতিবাদ সভায় সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি, নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা, সমাজসেবক, টাঙ্গাইলের কৃতি সন্তান মো. আরিফুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো. রুবেল শিকদার, সহ সভাপতি জামাল হোসেন সহ আরো অনেকে। # প্রেস বিজ্ঞপ্তি