মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার কুন্দারপাড়া (চৌপট) এলাকায় সামসুল আলম ভূঞা খোকা (৬৮) নামের ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন। জানা যায়, তিনি এক সপ্তাহ যাবত শ্বাসকষ্ট, কাশি, শরীর ব্যাথাজনিত রোগে ভুগছিলেন। কিন্তু চিকিৎসায় রোগের কোন পরিবর্তন না হওয়ায় আশংকাজনক অবস্থায় শনিবার রাতে তাকে নরসিংদী সদর হাসপাতলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
খবর পেয়ে রবিবার সকালে তার বাড়ীতে যান শিবপুরের ইউএনও মোঃ হুমায়ুন কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান তরুন মৃধা, শিবপুর মডেল থানা পুলিশ, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম খোরশেদ আলম প্রমুখ। পরে সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা নামাজ শেষে সামাজিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হওয়ার সন্দেহে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান। মৃত্যুকালে সামসুল আলম ভূঞা মা, স্ত্রী, ২ ছেলেসহ আত্মীয় স্বজন রেখে যান।