দিনাজপুর নিউজ ২৪ ডটকমে সাইবার হামলা : যথাযথ ব্যবস্থা নিতে কোতয়ালী থানায় সাধারণ ডাইরী

আপডেট : ১৩ মে, ২০২০

দিনাজপুর জেলার সর্বাধিক পঠিত ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দিনাজপুর নিউজ ২৪ ডটকমে সাইবার হামলাকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথঅযথ ব্যবস্থা নিতে দিনাজপুর কোতয়ালী থানাসহ জেলার কয়েকটি থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকের পক্ষে দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান এই সাধারণ ডাইরীটি করেন।

সাধারণ ডাইরী নম্বর ৫২৬। তারিখ ১২-০৫-২০২০।  
সাধারণ ডাইরীতে জানানো হয়, দিনাজপুর জেলার সর্বাধিক পঠিত ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দিনাজপুর নিউজ ২৪ ডটকমে গত ১০ মে দিবাগত রাত থেকে কিছু দুষ্কৃতিকারী দেশ ও জাতির শত্রু সাইবার হামলা চালাচ্ছে। দিনাজপুর নিউজ ২৪ ডটকমের টেকনিক্যাল সাপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান “এইচ আর সফট বিডি” তাদের দক্ষ টিমের মাধ্যমে তা প্রতিহতসহ দিনাজপুর নিউজ ২৪ ডটকমের সুরক্ষায় কাজ করছে।
সাধারণ ডাইরীতে জানানো হয়, টেকনিক্যাল টিমের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের ফেক আইপি ব্যবহার করে সেকেন্ডে কয়েক হাজার বার দিনাজপুর নিউজ ২৪ ডটকমের সার্ভারে হিট করছে। তাদের ধারনা এভাবে হিটের ফলে সার্ভারের ক্ষমতা লোপ পেয়ে সার্ভার সিকিউরিটি দুর্বল হয়ে পড়বে অতঃপর তারা দিনাজপুর নিউজ ২৪ ডটকমকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলসহ যে কোন অপপ্রচার চালাতে পারবে।  
কিন্তু এখন পর্যন্ত দুষ্কৃতিকারীদের সাইবার হামলা চালানোর সেই আশা সফল করতে দেইনি “এইচ আর সফট বিডি” এর টেকনিক্যাল টিম। মাঝে মাঝে কিছু সময় দিনাজপুর নিউজ ২৪ ডটকম পেজে সমস্যা ও সার্ভার সমস্যা দেখা দিলেও সাথে সাথে তারা তাদেরকে পরাজিত করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন দিনাজপুর নিউজ ২৪ ডটকম। 
সাধারণ ডাইরীতে আরো জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে সরকারের সহায়তা, প্রশাসনের দক্ষতা ও দায়িত্বশীলতা এবং জনসাধারণের অংশগ্রহণের পাশাপাশি অনলাইন গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সাইবার হামলাকারী দুষ্কৃৃতিকারী দেশ ও জাতির শত্রুরা থাকতে পারেনা। তাই হামলাকারী দুষ্কৃৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয় সাধারণ ডাইরীতে।