সন্দ্বীপে যুক্তরাষ্ট্র প্রবাসী হরিশপুর জনকল্যান সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

আপডেট : ১২ মে, ২০২০

সন্দ্বীপে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ গরীব দুঃস্থ , অসহায় বৃহত্তর হরিশপুর বাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে যুক্ত রাষ্ট্র প্রবাসী হরিশপুর জনকল্যান সমিতি।

আজ ১২ মে সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রবাসী হরিশপুর জনকল্যান সমিতি ও সন্দ্বীপ সােসাইটি যুক্তরাষ্ট্র এর যৌথ অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের নির্বাচিত সাংসদ ও উন্নয়নের ফেরিওয়ালা মাহফুজুর রহমান মিতা।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মুজিব বাহিনীর প্রধান রফিকুল ইসলাম চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলিগ সভাপতি মুক্তাদের মাওলা সেলিম, সাবেক প্রধান শিক্ষক কাসেম মোল্লা, কমিশনার শাহাদাৎ বিল্লাহ খান মহসিন, সংগঠনের সমন্বয়কারী আজাহার ইসলাম ও সাধারন সম্পাদক সফিকুর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী শাহ আকবর হেলাল, সাবেক ছাত্রনেতা প্রদ্যুৎ নন্দী, নুরনবী আনন্দ, মোঃ দিদার, মামুনুর রশিদ প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরন প্রাক্কালে বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চেয়ারম্যান বলেন প্রবাসে থেকেও স্বদেশের মানুষের প্রতি জনকল্যান সমিতির সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের পাশাপাশি এ সংকট মোকাবেলায় অন্যদের এগিয়ে আসার আহব্বান জানাই।

সংগঠনের সাধারন সম্পাদক সফিকুর রহমান বলেন বৈশ্বিক মহামারীতে প্রবাসীরাও কষ্টে রয়েছে। তবু হাজার মাইল দূরে থেকে দেশের মানুষের জন্য প্রান কাঁদে বলে আমরা নিজেরা সংকটে থেকেও এ সাহায্যের হাত বাড়িয়েছি। এটা স্বদেশের প্রতি আমাদের শেকড়ের টান বা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা সব সময় দেশের জন্য কিছু করার প্রচেষ্টায় থাকি বলে আজকে এখানে ত্রান বিতরনে অবতীর্ন হয়েছি।

ত্রান বিতরনের সমন্বয়কারী আজাহার ইসলাম জানান আমাদের আইডিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই সংগঠনের একশ ষাট শতাংশের একটি সম্পত্তি রয়েছে যাতে আমরা গরীব ও অসহায়দের পুর্নবাসন বা তাদের উপকারে আসবে এমন কিছু করবো ভবির্ষতে। আজ এ ত্রান যুক্তরাষ্ট্র হরিশপুর জনকল্যান সমিতি ও সন্দ্বীপ সোসাইটি যূক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে হচ্ছে। এর আগে আমরা ইমাম, মুয়াজ্জিনদের প্রদান করেছি। এবং আমেরিকা প্রবাসী আবু ইউসুফ লিটনের এখানে বড় ধরনের সহযোগিতা রয়েছে। এজন্য আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

# বাদল রায় স্বাধীন