সন্দ্বীপ সমিতি ইউকে’র উদ্যোগে সন্দ্বীপে নগদ অর্থ বিতরণ

আপডেট : ০৭ মে, ২০২০

 

গত সোমবার থেকে বুধবার (৪ - ৬ মে) পর্যন্ত সন্দ্বীপের ১০ টি ইউনিয়নের ২৬৫ পরিবারকে রামাদ্বান প্যাকেজ ও করোনা ত্রাণ হিসাবে সন্দ্বীপ সমিতি ইউকের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত সন্দ্বীপীদের পক্ষ থেকে তাঁদের নিজ নিজ ইউনিয়নের প্রতিনিধিদের মারফতে এই নগদ অর্থ বন্টন করা হয়।

সন্দ্বীপ সমিতি ইউকের কার্যকরী কমিটির এক সংক্ষিপ্ত জরিপের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক নগদ অৰ্থ প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে যে, দেশে এই আপদকালীন সংকটে অনেক পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কাজ না থাকার কারণে। প্রাপ্ত সূত্র মতে, সন্দ্বীপ সমিতি ইউকে সন্দ্বীপের ১০ টি ইউনিয়ন চিহ্নিত করে পারিবারিক ও সামাজিক অবস্থান বিবেচনা করে এবং ক্রয় ক্ষমতাহীন পরিবারের মধ্যে গোপনে নগদ অর্থ বন্টন করায় গ্রহীতা পরিবারগুলি যার পর নাই খুশি হয়েছেন।

সন্দ্বীপ সমিতি ইউকের পক্ষে ইউনিয়নগুলোর প্রতিনিধিগণ হলেন বাউরিয়া থেকে জনাব ফসি উদ্দিনের প্রতিনিধি হলেন জনাব জহির; গাছুয়া থেকে জনাব মুনির মাহমুদের প্রতিনিধি হলেন মাস্টার সামসুল আলম, জনাব ইকবাল হোসেন বাবলুর প্রতিনিধি হলেন জনাব আশরাফ ও জনাব মনিরুল হক রিপনের প্রতিনিধি হলেন জনাব মাইফুল ইসলাম; হারামিয়া থেকে জনাব নিজাম উদ্দিনের প্রতিনিধি হলেন জনাব তৌহিদুল আনোয়ার, জনাব মনসুর আলমের প্রতিনিধি হলেন জনাব মামুন ও জনাব সেলিম চৌধুরীর প্রতিনিধি হলেন জনাব জয়নাল আবেদীন; পৌর সভা থেকে জনাব শিব্বীর আহমেদ তালুকদারের প্রতিনিধি হলেন কারী মোঃ ইউনুস, রহমতপুর থেকে জনাব আবুল কালাম আজাদের প্রতিনিধি হলেন জনাব সফিকুল আলম, জনাব তানভীর আহাম্মেদের প্রতিনিধি জনাব মোঃ কাওসার উদ্দিন, জনাব মোহাম্মদ মোবারাক হোসেন টিটুর প্রতিনিধি হলেন জনাব মহম্মদ পারভেজ ও মিসেস ফরিদা ইয়াসমিন নাসরিনের প্রতিনিধি হলেন জনাব আবুল খাইয়ের; মগধরা থেকে জনাব নিজামুল আলম সুমনের প্রতিনিধি হলেন মাস্টার জসিম উদ্দিন; মুসাপুর থেকে জনাব গুফরান উদ্দিন মাসুদ রানার প্রতিনিধি হলেন জনাব শফিকুল আলম; মাইটভাঙ্গা থেকে জনাব দিদারুল আলমের প্রতিনিধি হলেন জনাব আরফিন; সন্তোষপুর থেকে জানান মিজানুর রহমান লিংকনের প্রতিনিধি হলেন জনাব জাবেদ রহমান ও মিসেস রিয়াজুর রহমান রাসেলের প্রতিনিধি হলেন জনাব হেলাল উদ্দিন খোকা ও সারিকাইত থেকে জনাব রিয়াজুর রহমান রাসেলের প্রতিনিধি হলেন মাওলানা আজমল খান।

সন্দ্বীপ সমিতি ইউকে’র পক্ষ থেকে রামাদ্বান ও করোনা উপলক্ষ্যে বিভিন্ন প্রকারের দান (জাকাত, ফিতরা, সাদকা ও ডোনেশন) করতে পেরে ও নগদ অর্থাকারে সফল বন্টন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে। দেশের এই আপদকালীন সংকটে সুদূর যুক্তরাজ্য থেকে সন্দ্বীপের জনগণের সাথে সংকট শেয়ার করতে পেরে সন্দ্বীপ সমিতি ইউকে সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

- প্রেস রিলিজ