ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন বাইজিদ হোসেন (ভিপি)।

আপডেট : ০৬ মে, ২০২০
ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন বাইজিদ হোসেন (ভিপি)।

পিরোজপুর প্রতিনিধির  পাঠানো তথ্য নিয়ে  ডেস্ক রিপোর্ট   :  করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে সবচেয়ে বেশি বেশি সমস্যায় পড়েছে  মধ্যবিত্ত শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়। পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। এরই মধ্যে অনেকেই সামর্থ্য অনুযায়ী এইসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন।  

 অতিদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এমনই একজন মানুষ  পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজিদ হোসেন (ভিপি)। পিরোজপুরে খাদ্য সংকটে পড়া মাদ্রাসা শিক্ষকদের ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজিদ হোসেন (ভিপি)। মঙ্গলবার রাতে ফোন পেয়ে আধা ঘণ্টার মধ্যে নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন চালনা ব্রিজ সংলগ্ন মহিলা মাদ্রাসা ও হিফজ খানায়।
ভাইস চেয়ারম্যান বাইজিদ জানান, চালনা ব্রিজ মহিলা মাদ্রাসা ও হেফজ খানার এক শিক্ষক ফোন করে জানান যে- মাদ্রাসায় শিক্ষকদের খাবার সংকট হয়েছে। ফোন পেয়ে আমি আধা ঘন্টার মধ্যে নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি আরো জানান মাননীয় মন্ত্রী শ.ম রেজাউল করিম এর নির্দেশ পিরোজপুরে একটি মানুষ ও না খেয়ে থাকবেনা তার এই নির্দেশ পালন করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।