রেলগাড়ীর ভক্ত নরসিংদীর নেয়ামুল ইসলাম রিয়াদ ট্রেনে করে একাই ঘুরেছেন পুরো বাংলাদেশ!  

আপডেট : ২৯ মার্চ, ২০২০

সাইফ রাব্বী,  বিশেষ প্রতিনিধি :: নরসিংদীর নেয়ামুল ইসলাম রিয়াদ খুব পরিচিত মুখ। তিনি রেলগাড়ীর ডাই-হার্ড ফ্যান হিসেবে পরিচিত । এলাকার জনগণ তাকে রেল ফ্যান রিয়াদ বলেই চিনেন। পড়াশোনা করছেন মাস্টার্সে। বয়স মাত্র ২৪।   এরই মধ্যে ট্রেনে করে ঘুরে ফেলেছেন পুরো বাংলাদেশ। ছোট বেলা থেকে ট্রেনের প্রতি প্রতি ভালোবাসা।  

২০০৪ সাল থেকে টয় ট্রেন কেনা শুরু করেন, আজ তার ১০০টি টয় ট্রেন পূর্ণ হয়েছে। সোজা রেইল লাইন গুলো কেটে বানিয়েছেন  অাঁকাবাঁকা  লাইন। এবং সেইখানে টয় ট্রেন গুলো চালিয়ে স্বপ্ন দেখেন একদিন ট্রেনে পুরো বিশ্ব ঘুরবেন।

নেয়ামুল ইসলাম রিয়াদ জানান, ছোট বেলা থেকে আমার ট্রেনের প্রতি দুর্বলতা।  ২০০৪ সাল থেকে টয় ট্রেন কেনা শুরু করি এবং আজ আমার ট্রেন সংখ্যা ১০০টা। ট্রেনে করে ঘুরেছি পুরো বাংলাদেশ।  ইচ্ছা এখন ট্রেনে করে বিদেশ ভ্রমণ।