আরএইচএল লার্নি সেন্টারের আয়োজনে ৭ থেকে ১১ মার্চ স্পেশাল ওয়ার্কশপ ট্রেনিং

আপডেট : ০৮ মার্চ, ২০২০

আরএইচএল লার্নি সেন্টারের আয়োজনে ৭ থেকে ১১ মার্চ স্পেশাল ওয়ার্কশপ ট্রেনিং আরএইচএল লার্নিং সেন্টার কাঁচপুর, নারায়নগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ডা. আলমগীর মতি ।

উক্ত স্পেশাল ওয়ার্কশপ ট্রেনিং-এ ট্রেইনার প্যানেলে রয়েছেন- 

ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকার শমসের আলী হেলালী,

করপোরেট ট্রেইনার এন্ড পাবলিক স্পিকার, সিইও, ফিউচার বাংলাদেশ এম এস ইউ শান্তু ভূঁইয়া,

সিপিএস এন্ড সুপার ষ্টার ট্রেইনার রফিকুল ইসলাম খান,

ডিজিএম মডার্ণ হারবাল গ্রুপ রুহুর কুদ্দুস,

জিপিএস এন্ড ট্রেইনার এমএক্সএন ডা. হোমা নারগিস,

সিপিএস এন্ড প্রেজেন্টার এমএক্সএন শরিফুল ইসলাম।