আরএইচএল এসোসিয়েটস এর আয়োজনে দুই দিনব্যাপী “স্পেশাল ওয়ার্কসপ এন্ড লিডারশিপ ট্রেনিং” সম্পন্ন

আপডেট : ১২ ফেব্রুয়ারী, ২০২০

মডার্ণ হারবাল গ্রুপের অন্যতম সেলস এন্ড মার্কেটিং টিম আরএইচএল এসোসিয়েটস এর আয়োজনে ও আরএইচএল লার্নিং সেন্টারের পরিচালনায়  ১১ ও ১২ ফেব্রুয়ারী দুই দিনব্যাপী “স্পেশাল ওয়ার্কসপ এন্ড লিডারশিপ ট্রেনিং” রাজধানীর মগবাজারস্থ মডার্ণ  অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

“স্পেশাল ওয়ার্কসপ এন্ড লিডারশিপ ট্রেনিং” এর সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের আরো বেশী মনোযোগী ও একাগ্রচিত্তে কাজে মনোনি্বেশ এবং মাডার্ণ এর পণ্য জ্ঞান আহরনের জন্য বেশী বেশী প্রশিক্ষনের উপর গুরুত্বারোপ করেন মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতি।  

“স্পেশাল ওয়ার্কসপ এন্ড লিডারশিপ ট্রেনিং” এ সভাপতিত্ব করেন মডার্ণ হারবাল গ্রুপের অন্যতম সেলস এন্ড মার্কেটিং টিম আরএইচএল এসোসিয়েটস এর সভাপতি,  মডার্ণ হারবাল গ্রুপের সিপিএস ও আরএইচএল নিউজের সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম খান।

# শাহাদাৎ হোসেন আশরাফ