ভারতে আন্তর্জাতিক রেডিও মেলায় পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত

আপডেট : ২০ জানুয়ারী, ২০২০
ভারতে আন্তর্জাতিক রেডিও মেলায় পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত

 আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২০ বিশ্বব্যাপী পালিত হবে জাতিসংঘ ঘোষিত নবম বিশ্ব বেতার দিবস। এবারের প্রতিপাদ্য “রেডিও এবং বৈচিত্র্য”। এই বিশ্ব বেতার দিবস উপলক্ষে ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে মানব-হিতৈষী সংস্থা ‘আউটরিচ’ আয়োজন করবে ৬ষ্ঠ আন্তর্জাতিক রেডিও মেলা।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওড়িষ্যা (ভারত) সরকারের পর্যটন, ওড়িয়া ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক রাজ্যমন্ত্রী শ্রী জ্যোতি প্রকাশ পানিগ্রাহী। আয়োজক সংস্থা আউটরিচ এবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর ড. এ কে আব্দুল মোমেন-কেও আমন্ত্রণ জানিয়েছেন।

১৮ জানুয়ারি, শনিবার আউটরিচ এর বাংলাদেশ প্রতিনিধি রেডিও এ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রেডিও মেলার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আউটরিচ বাংলাদেশ প্রতিনিধি দিদারুল ইকবাল ভারতে আয়োজিত আন্তর্জাতিক রেডিও মেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আউটরিচ প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক এই রেডিও মেলায় “বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী”র আয়োজন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)। এবারও বেতার সংগঠনটি মেলায় অংশ নেবে এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বা মুজিব বর্ষ উপলক্ষে “বেতার ও মুজিব” শীর্ষক বিশেষ ডিএক্স প্রদর্শনীর আয়োজন করবে। উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রেডিও মেলাকে বিশ্ব বেতার দিবসের অন্যতম বৃহত্তম ইভেন্ট হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের সহযোগি সংস্থা ইউনেস্কো।

দু’দিন ব্যাপী রেডিও মেলার উদ্দেশ্য হচ্ছে, বিশ্ব বেতার দিবস উদযাপন, রেডিও শ্রোতা বৃদ্ধি, জনসেবায় রেডিও’র গুরুত্ব তুলে ধরা, তরুণদের ক্যারিয়ার হিসেবে রেডিও বেছে নিতে উৎসাহিত করা, সংস্কৃতি প্রচার ও আদান-প্রদান, কমিউনিটি রেডিও উৎসাহীদের সহায়তা প্রদান। বাংলাদেশ সহ অন্যান্য দেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলের শ্রোতা ও শ্রোতা ক্লাব, ভারতের বিভিন্ন রেডিও স্টেশনের জকি, ব্রডকাস্টার, প্রযুক্তিবিদ, রাষ্ট্রীয় মন্ত্রী, সরকারী অধিকারিক, বিভিন্ন রেডিও স্টেশনের পরিচালক ও প্রতিনিধিবৃন্দ, শিল্পী, সংগীত এবং নৃত্য পরিবেশন করতে বিভিন্ন রাজ্যের শিল্পীবৃন্দ, ব্রডকাস্টিং সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান, রেডিও সেট নির্মাতা, বিভিন্ন আন্তর্জাতিক রেডিও সংস্থা- যেমন, ভয়েস অব আমেরিকা, চায়না রেডিও ইন্টারন্যাশনাল, রেডিও তেহরান, রেডিও জাপান, অল ইন্ডিয়া রেডিও, বাংলাদেশ বেতার, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও সহ ভারতের বিভিন্ন রাজ্যের হ্যাম রেডিও অপারেটরবৃন্দ এই মেলায় অংশ নেয়।

মেলার প্রদর্শনী মাঠে রেডিও সম্পর্কিত জিনিসগুলো প্রদর্শন করতে কয়েকশো স্টল থাকে। প্রদর্শনীতে কয়েক হাজার পুরাতন এবং নতুন রেডিও সেট, পুরানো এবং নতুন সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল রেডিও মন্ডিয়াল সেটস (ডিআরএম) প্রদর্শন, ডিএক্স প্রদর্শনী, সহায়ক স্টুডিও, বেতার আর্ট ওয়ার্ল্ড রেডিও দিবস থিম, ফিলিপালি রেডিও, রেডিও মেরামত করার দোকান, নতুন রেডিও সেট বিক্রয়ের স্টল, হস্তনির্মিত রেডিও সেট শপ এবং সেলফি জোন এর ব্যবস্থা রয়েছে।

এছাড়া আলোচনা সভা, সেমিনার, শ্রোতা সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।